
বাঙালি মুসলমানের মন: গোঁজামিলের এক জ্ঞানবৃক্ষ
পড়তে সময় লাগবে: 25 মিনিট বাঙালি মুসলমানদেরকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকার কারণ হিসেবে দাবি করা হয় তাদের অশিক্ষা, পশ্চাদমুখীনতা এবং ধর্মীয় আচার-বিশ্বাসকে। অনুচ্চারে এই দাবির মধ্যে এই অনুমান জারি করা হয় যে, মুসলমান সমাজের সার্বিকভাবে পিছিয়ে পড়ার দায় তাদেরই …